অনেক সময় গেম চালাতে গেলে  Win XP SP2 কাজ করেনা তখন দরকার হয় Win XP SP3 আর Win XP SP2 কে আপগ্রেড করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন Win XP SP3
    এজন্য প্রথমে Start-Run গিয়ে লিখুন  regedit লিখুনতারপর OK দিন। এরপর আপনাকে সমগ্র রেজিস্ট্রেকে ব্যাকআপ করে নিতে হবে। এজন্য Registry Editor মেনুর File ক্লিক করুন। তারপর Export ক্লিক করুন। একটি Export Registry File মেনু open হবে। সেখানে File Name এর ঘরে লিখুন“_backup_” এবং নিরাপদ একটি ড্রাইভে সেভ করে রাখূন। তারপর এই পথে যান-“HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Windows এরপর ডান দিক থেকে CSD Version এর উপর Right Click করুন এবং Modify ক্লিক করুন। দেখুন Value data 200 আছে। সেখানে 300 করে দিন এবং Ok দিন। PC Restart করুন। এবারে My Computer Right Click করে Properties ক্লিক করুন। দেখুন SP3 হয়ে গেছে। চোখের পলক ফেলতে যেমন সময় বেশি লাগেনা কাজটিও করতে  তেমন সময় লাগবে না। আশা করি সবাই পারবেন