রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।
    বারে বারে তোদের ঈমান করিছে হরণ
    রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।
    দেশ টা মোদের স্বাধীন হল মোসলমানের তরে।।
    সাধীনতার সুফল আজ ।।উঠল না ঘরে
    আজ সকল দুর্গতি সুধু ওদের কারন
    রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।
    বারে বারে তোদের ঈমান করিছে হরণ
    রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।
    খালি আসে এো রা ক্ষমতার আসনে ।।
    আঙ্গুল ফুলে কলা গাছ হয়।। আল্প কদিনে
    এই ডাকাতে দলে দেশ করিছে শাষন
    রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।
    বারে বারে তোদের ঈমান করিছে হরণ
    রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।
    খাবার পায় না কত মানুষ কাপর নাই পরনে।।
    কোটি টাকা ব্যয় হয় সেথা।। কুকুর পালনে
    এই জুলুম একদিন ওদের আনিবে পতন
    রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।
    বারে বারে তোদের ঈমান করিছে হরণ
    রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।
    দিপ্ত শপথ নিতে হবে আজিকে সকলে
    জরাবনা জীবন গেলে ।।নারীর আচলে
    এবার খোদা ভিরু যে তারে করিব বরন
    রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।
    বারে বারে তোদের ঈমান করিছে হরণ
    রে দেশের জনগন তোদের নাই কি রে স্বরণ ।।।