বর্তমান করোনা মহামারীর কারণে সৃষ্ট অচলাবস্থার মাঝেই সরকার ও শিক্ষা বোর্ড গুলো এস এস সি পরিক্ষার রেজাল্ট প্রকাশের তথ্য মিডিয়ায় নিশ্চিত করেছেন। এস এস সি রেজাল্ট প্রার্থী সকলের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। জানা গেছে আগামী
    কাল ৩১শে মে রোজ রোববার অনলাইনে রেজাল্ট প্রকাশীত হবে। অনলাইনে রেজাল্পট জানতে সবাইকে শিক্ষা মন্ত্রনোরয়ের ওয়েব সাইট http://www.educationboardresults.gov.bd ব্রাউজ করাতে হবে। অথবা মোবইলের মাধ্যমে প্রি এসএমএস করেও রেজাল্ট জানা যাবে। এক্ষেত্রে যে কোন ফোন থেকে Go to your SMS option and type= SSC/Dakhil <Space> First 3 letters of your board name <Space> Your Roll Number <Space> 2020 and then send to 16222। রিজাল্ট প্রকাশিত হলে যার যার মোবাইলে মেসেজ চলে যাবে।

    লকডাউনের জন্য সকল শিক্ষা্ প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং করোনা মহামারীর কারনে সোস্যাল ডিস্টেন্স মেইনটেন্স এর প্রয়োজনের জন্যই এবার কোন শিক্ষা প্রতিষ্ঠানে রেজাল্ট প্রকাশীত হচ্ছে না।

    রেজাল্ট প্রকাশের পর হয়ত অনলাইনে একাদশের ভর্তির কার্যক্রম শুরু হতে পারে তাই সকল শিক্ষার্থীকে মানসিক প্রস্তুতীর জন্য বলা হল ।