আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন হল ব্লগে লিখতে পারিনা আজ মন চাইতেছে তাই লিখলাম আসা করি সবার উপকারে আসবে আমার আজকের পোষ্ট টি আমরা কম বেশি সবাই ব্লগে আমাদের পোষ্ট কপি/চুরি করা নিয়ে অনেক সময় বিবরত হই আর চিন্তা করি যো এত কষ্ট করে লিখলাম সেই লিখা হুবহু/আংশিক কপি করে অন্য এক জন তার নামে চালিয়ে নেয় অথচ আসল লেখকের নাম ও প্রকাশ করে না এ সকল চিন্তা দূর করার জন্য আজ আমি আপনাদের কো কিছু পরামর্শ দিব আশা করি আপনার কাজে লাগবে।

    তাহলে শুরু করা যাক।
    প্রথমে আপনাকে http://www.copyscape.com সাইটে ডুকতে হবে ।
    এবার নিচের চিত্রের মত দেখতে পাবেনamarbhoban
    একন নিচের Search for copies of your page on the web. লিখার নিচের বক্সে আপনার পোস্ট URL টি দিন তার পর GO তে ক্লিক করুন এবার আপনার পোষ্ট এর কপি কোন যায়গায় থাকলে তা কিছু ক্ষনের মধ্য দেখাবে।নিচের মত www.amarbhoban
    এখন এর মধ্য থেকে যে কোন একটি লিংকে ক্লিক করুন তার পর নিচের চিত্রের মত দেখাবে sadrdwer
    লক্ষ করুন এখানে the page below…..যায়গায় আপনার পোষ্টটির কত গুলু word matching হয়েছে এবং তা কত পারসেন্ট তা তুলে ধরবে
    এরকম আর কিছু সাইট হল:www.plagium.com
    http://www.plagia-rismdetect.xom
    আজ এ পর্যন্তই
    আমার এ পোষ্টটি আপনাদের কেমন লাগল উপকার পাইলে আমি ধন্য…………..