[[ ফেসবুকসম্পর্কেআপনাদেরনতুনকরেপরিচয়করিয়েদেবারমতোকিছুনেই, আজকের এই যুগে বরং ফেসবুক একটা প্রয়োজনীয় স্থানদখল করে বসে আছেতবে জানতে   পারেন ফেসবুকের কিছু দরকারী ব্যবহার
    সমন্ধেকিভাবে জানবেন আপনার প্রিয় ফেসবুক একাউন্টে অজান্তেই কেউ অনধিকার চর্চাকরেগেলোকিনাআসুন, জেনেনেই...]]

    আপনারঅজান্তেঢোকাএইঅজানালগইনকারীরসম্পর্কেনিশ্চিতহতেযাকরতেহবেঃ
    *এই জন্য আপনাকে আপনার ফেইসবুক Account  লগইন করতে হবে। এবার Account  থেকে Account Settings-যান
    *এখন Account Security-ক্লিক করে Browse Facebook on a secure connection (https) whenever possible
    *এবং Send me an email
    *এবং Send me a text messege চেক বক্স গুলোতে টিক  দিন।
    *এবার save করুন।
    কাজ শেষ এবার আপনার ফেইসবুকে লগইন করার সাথে সাথে আপনার মোবাইল এ একটি এসএমএস আসবে। এতে আপনার আইপি, লগইন এর সময়,স্থান ইত্যাদি জানতে পারবেন । যদি অন্য কেউ হয়, তখন আপনি তা জানতে পারবেন এবং ব্যবস্থা নিতে পারবেন আর সবচেয়ে ভালো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারেন ।
    আশা করি টিপসটুকু আপনার উপকারে আসবে…ভালো থাকবেন