আজ জুমাবার ভোর থেকে সারা বাংলাদেশে থ্রিজি ও ফোর জি সেবা বন্ধ আছ ।
কিন্তু রহস্যজনক ভাবে মোবাইল ফোন অপারেটররা এ ব্যপারে কিছু জানায়নি ।
এ বিষয়ে বিবিসি বাংলার বরাতে বাংলাদেশের টেলি-যোগাযোগ মন্ত্রী মোসস্তফা জব্বার বলেন; “কারিগড়ি ক্রটির কারণ এ সেবা বন্ধ আছে ।
হিন্দু ধর্মের সারদী দূ্র্গা পূজায় আল-কোরআন অবমাননার ঘটননায় দেশে সাম্প্রদায়ীক দাঙ্গা চলমান অবস্থায় গত দু দিন ধরে বিভিন্ন জেলায় ইন্টারনেট বন্ধ ছিল। কিন্তু আজ ভোর থেকে সারা দেশে এ সেবা বন্ধ আছে । এ বিষয়ে বিটিআরসি এবং মোবাইল ফোন সেবাদাতাা কোন কোম্পানি এখনো কিছু জানায়নি।
তবে ধারনা করা যাচ্ছে সাম্প্রদায়ীক দাঙ্গা থেকে দেশকে রক্ষা করতে এমনটি করা হচ্ছে।
0 Comments
thank you
Emoji