কথা না বাড়িয়ে
চলুন শুরু করা যাক ।
প্রথমে আপনার পিসিতে স্পেসডেস্ক সফ্টওয়ারটি ডাউনলোড করে নিন। স্পেসডেস্ক এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে ।
ডাউনলোড লিংকডাউনলোড পেইজে গেলে নিচের ছবির মত দেখতে পাবেন । এখান থেকে আপনার কাঙ্খিত উইনডোজ এর ৩২/৬৪ যেটা আপনার দকার সেই ভার্সনে ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে । মাত্র ৬ এমবির সফ্টওয়ারটি ডাউনলোড শেষে আপনার পিসিতে সফটওয়ারটি ইনস্টল করে নিন। ইনস্টল করার নিয়ম জানতে নিচের ছবি গুলো ফলো করুন।
ডাউনলোড করা ফাইলে ক্লিক করুন নিচের ছবির মত
এর পর নেক্সট দিতে থাকুন
এবার ফিনিশ অপশনে ক্লিক করে শেষ করুন।
এর পর আপনার ফোনে সেই সফটওয়ারের মোবাইল ভার্সন ইনস্টল করে নিন ।
প্রথমে প্লে-স্টোরে যান তার পর স্পেস ডেস্ক লিখে সার্চ করুন । প্রথম যে সফটওয়ারটি আসবে সেটা ইনস্টল করুন । নিচের ছবিতে দেখানো হল।
নিচের ছবির মত দেখাবে
এখন আপনার পিসি মোবাইল কানেক্ট করার পালা ।
এখন আপনার ফোনের স্পেসডেস্ক সফটওয়ারটি ওপেন করুন।
নিচের ছবির মত আাপনার পিসি দেখাবে।এখান থেকে কানেক্ট এর উপর ক্লিক করুন
এখন আপনার মোবাইলের স্ক্রিনে আপনার পিসির স্ক্রিন চলে আসছে । এখন আপানি আপনার হতের স্পর্শে আপনার পিসির যে কোন কিছু ওপেন করুন অথবা যা ইচ্ছে তা-ই করতে পারবেন । বন্ধুরা কেমন লাগল আজকের টিউটোরিয়ালটি? ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন । এবং নতুন নতুন টিপস পেত আমারে সাথে থাকবেন আল্লাহ হাফেজ।
0 Comments
thank you
Emoji