আপনার মোবাইল দিয়ে অপারেট করুন আপনার পিসি বা লেপটপ! Your phone is your Secondary Monitor!

    আসসালামু আলাইকুম,প্রিয় বন্ধুরা শিরোনামে যেমনটা বলেছি । আপনার মোবাইলেই চালাতে পারবেন আপনার পিসি বা কম্পিউটার । খুবই সহজ একটা পদ্ধতি। তবে এর জন্য একটা শর্ত আছে তা হল  আপনার পিসি ও মোবোইলে একই ইন্টারনেট থাকতে হবে। অর্থাৎ একই আইপি হতে হবে। ধরুন আপনি ওয়াইফাই চালান একই ওয়াইফাই লাইন আপনার ফোনে ও পিসিতে কানেক্ট থাকলে এই পদ্ধতি কাজ কররবে।

    কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।

    প্রথমে আপনার পিসিতে স্পেসডেস্ক সফ্টওয়ারটি ডাউনলোড করে নিন। স্পেসডেস্ক এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে ।

    Secondary Monitor digitaldonia
                                                                                                   ডাউনলোড লিংক

    ডাউনলোড পেইজে গেলে নিচের ছবির মত দেখতে পাবেন । এখান থেকে আপনার কাঙ্খিত উইনডোজ এর ৩২/৬৪ যেটা আপনার দকার সেই ভার্সনে ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে । মাত্র ৬ এমবির সফ্টওয়ারটি ডাউনলোড শেষে আপনার পিসিতে সফটওয়ারটি ইনস্টল করে নিন। ইনস্টল করার নিয়ম জানতে নিচের ছবি গুলো ফলো করুন।

    Secondary Monitor digitaldonia

    Secondary Monitor digitaldonia
    ডাউনলোড করা ফাইলে ক্লিক করুন নিচের ছবির মত

    Secondary Monitor digitaldonia
    এর পর নেক্সট দিতে থাকুন 

    Secondary Monitor digitaldonia

     এবার ফিনিশ অপশনে ক্লিক করে শেষ করুন।

    Secondary Monitor digitaldonia

     এর পর আপনার ফোনে সেই সফটওয়ারের মোবাইল ভার্সন ইনস্টল করে নিন ।

    প্রথমে প্লে-স্টোরে যান তার পর স্পেস ডেস্ক লিখে সার্চ করুন । প্রথম যে সফটওয়ারটি  আসবে সেটা ইনস্টল করুন । নিচের ছবিতে দেখানো হল।

    Secondary Monitor digitaldonia

     

    Secondary Monitor digitaldonia
    নিচের ছবির মত দেখাবে

      এখন আপনার পিসি মোবাইল কানেক্ট করার পালা ।

    এখন আপনার  ফোনের স্পেসডেস্ক সফটওয়ারটি ওপেন করুন।

    নিচের ছবির মত আাপনার পিসি দেখাবে।এখান থেকে কানেক্ট এর উপর ক্লিক করুন  

    Secondary Monitor digitaldonia
    ওয়েলকাম এবার দেখুন মজা !

    এখন আপনার মোবাইলের স্ক্রিনে আপনার পিসির স্ক্রিন চলে আসছে । এখন আপানি আপনার হতের স্পর্শে আপনার পিসির যে কোন কিছু ওপেন করুন অথবা যা ইচ্ছে তা-ই  করতে পারবেন । বন্ধুরা কেমন লাগল আজকের টিউটোরিয়ালটি? ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন । এবং নতুন নতুন টিপস পেত আমারে সাথে থাকবেন আল্লাহ হাফেজ।       





    Post a Comment

    0 Comments